ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

খেলা ডেস্ক
প্রকাশ : ২/১২/২০২৩, ১০:০০:৩৫ AM

ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে তহুরা খাতুনের জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে। স্বাগতিকদের অন্য গোলটি করেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে তহুরা খাতুনের জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে। স্বাগতিকদের অন্য গোলটি করেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।

শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ একচেটিয়া দাপট দেখাতে শুরু করে। সিঙ্গাপুরকে কোনও সুযোগই দেয়নি। সাবিনা-সানজিদারা প্রতিপক্ষকে চেপে ধরে শুরুতেই গোল আদায় করে নেয়। ৪-৪-২ ছকে খেলে ম্যাচ ঘড়ির ৩ মিনিটে প্রথম গোল আসে।

 ১৬ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে। মারিয়া মান্দা একাই তিনজনের বাধা অতিক্রম করে বক্সে ঢুকে ছোট পাস বাড়ালে তার সামনে থাকা তহুরা বল নিয়ে সোজা গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।

২৫ মিনিটে মারিয়ার পাসে বক্সের বাইরে সাবিনার জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগ পর্যন্ত সিঙ্গাপুরের রক্ষণকে তটস্থ রাখলেও আর গোল আসেনি। মারিয়া-সাবিনারা চেষ্টা করেও পারেননি এই অর্ধে গোল ব্যবধান আর বাড়াতে।

বিরতির পর একই ধারায় খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় গোলও আসতে সময় লাগেনি। মধ্য মাঠ থেকে মাসুরা পারভীনের লং পাসে বক্সের ভেতরে বল নিয়ে তহুরা আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে দেন জালে। তবে এরপর আর গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।

একটু পর মনিকার বা পায়ের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৭ মিনিটে সাবিনার পাসে মারিয়া বক্সে ঢুকে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। পরের মিনিটে ঋতুপর্ণার শট গোলকিপার প্রতিহত করেন। 

৮৪ মিনিটে সাবিনা খাতুনের ফ্রি কিক ক্রসবারের মাঝামাঝি জায়গায় লেগে ফিরে আসলে হতাশ হতে হয় স্বাগতিকদের। এই জয়ে বাংলাদেশ এই বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতলো। সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচটি ৪ ডিসেম্বর।